ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে সরকারী সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০-০৫-২০২০ তারিখ হতে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে শর্তসাপেক্ষে আকারে দোকান পাট চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাজারে আগত জনসাধারণের স্বাস্হ্যঝুঁকির কথা বিবেচনা করে আজ দুপুর ১.০০ টার সময় শহীদ হাসান চত্বরে বড়বাজার কেন্দ্রিক করোনাভাইরাস প্রতিরোধকল্পে জেলা প্রশাসনের অর্থায়নে সেনাবাহিনীর সহায়তায় একটি জীবানুনাশক টানেল (disinfecting tunnel) এর শুভউদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জনাব মোঃ নজরুল ইসলাম সরকার মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার চুয়াডাঙ্গা ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধীবৃন্দ। আগামীকাল ১০ই মে হতে সীমিত পরিসরে দোকানপাট শপিং মল খোলা হলে যেসব ক্রেতারা মার্কেটে আসবেন মার্কেটে প্রবেশের পূর্বে তাদেরকে বাধ্যতামূলকভাবে এই জীবানুনাশক টানেলের ভিতর দিয়ে যেতে হবে যা করোনা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন রাখবে।একজন বিবেকবান সুনাগরিক হিসাবে সরকারী সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ও নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখার জন্য দয়া করে সবাই সর্তকতার সাথে স্বাস্হ্যবিধি মেনে চলবেন।