হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৩ মে) কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন আদালত পরিচালনা করেন।
উপজেলার বাঁশতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯-আইনেের ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় অর্থদন্ড প্রদান করা হয়। অভিযুক্তরা হলেন ব্যবসায়ী কানাই বিস্বাস, আনারুল ইসলাম, গোপাল বিশ্বাস, মাহমুদ আলী মীর, শাহিনুর ইসলাম ও রোকুনুজ্জামানকে মোট ২ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন।
এসময় তিনি বাঁশতলা বাজার সহ বিভিন্ন জনসমাগম স্থানে জনসচেতনতায় সামাজিক দুরত্ব বজায় রাখাসহ করোনা প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাসহ সেনা সদস্যরা।