নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী করোনা পজেটিভ হলেও এই প্রথম কোনো বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
জানা যায়, গত ৮ মে থেকে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সামান্য জ্বর ও কাশি দেখা দেয়। এরপর ১১ মে তার করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় তিনি করোনা পজেটিভ হন। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। তবে শারিরীক অবস্থার অবনতি হলে গত ১৩ মে তাকে মুগদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সিএমইএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন সিএমএইচ চিকিৎসাধীন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত সুপ্রিম কোর্টের যে ক’জন আইনজীবী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ব্যারিস্টার আকবর আমীন এরইমধ্যে সুস্থ হয়ে গেছেন। অন্যরাও সুস্থ হবার পথে।
এরআগে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষন শেষে গত ১৫ মার্চ দেশে ফিরেই হোম কোয়ারেন্টিনে যান দেশের নিম্ন আদালতে দায়িত্বরত ৩০ বিচারক। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে তারা সকলেই সুস্থ অবস্থায় নিজ নিজ কর্মস্থলে যোগ দেন।