নিজেস্ব প্রতিবেদকঃ বর্তমান মহামারী কোভিড-১৯ রোগ প্রতিরোধের অংশ হিসেবে জিআইজেড বাংলাদেশ ও ঢাকা আহ্ছানিয়া মিশনর যৌথ উদ্যোগে দেশের ৬৮টি কারাগারের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য আজ ১৯ মে ২০২০ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এফডিএ কর্তৃক অনুমোদিত ১৭২ ৩এম কোম্পানির পিপিই (ফুলবডি গাউন), ১৭,২০০ টি গ্লাভস ৮, ৬০০ টি মাস্ক, ১৭২ গগলস ও ৬৮ টি আই আর থার্মোমিটার কারা সদর দপ্তরে হস্তান্তর করা হয়। কারা মহাপরিদর্শকের পক্ষে সুরক্ষা উপকরণ গ্রহণ করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মোঃ আবরার হোসেন এবং জিআইজেড বাংলাদেশ ও ঢাকা আহ্ছানিয়া মিশনর পক্ষে সুরক্ষা উপকরণসমুহ হস্তান্তর করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, এসময় আইআরএসওপি প্রকল্পের ব্যবস্থাপক ও সিনিয়র কাউন্সিলর আমির হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বরাষ্ট্র মন্ত্রলয়ের ও কারা অধিদপ্তরের অংশীদারিত্বের ভিত্তিতে জি জেড বাংলাদেশের এর কারিগরী সহযোগিতায় ২০১৪ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন কারাভ্যন্তরে কারাবন্দীদের মাদকাসক্তি বিষয়ক চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম বিষয়ক প্রকল্প ইমপ্রুভমেন্ট আফ দ্যা রিয়েল সিচুয়েশন অফ ওভার ক্রাউডিং ইন প্রিজন ইন বাংলাদেশ (আইআরএসওপি) প্রকল্প বাস্তবায়ন করে আসছে।