দেশের ক্রান্তিলগ্নে সবাই সচেতন হোন,আশেপাশের মানুষকে সচেতন করুন, এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তা নিন।বিপদের উপর মহাবিপদ আম্ফান ঝড়।প্রবল ঘূর্ণিঝড়ের সাথে ১৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস এর সমুহ সম্ভাবনা। নিজে আসুন এবং অপরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকুন।তাছাড়া ও শহর থেকে ফেরা মানুষদের হোম কোয়ারান্টাইন মেনে চলতে অনুরোধ করুন এবং তাদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলা ফেরা করুন।জরুরি প্রয়োজন ব্যাতিত বাড়ি থেকে বাহিরে যাবেননা। আপনার পরিবার ও পরিবারের সদস্যদের বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যেতে নিষেধ করুন।আপনার চারপাশ নিয়মিত পরিষ্কার পরিছন্ন রাখুন এবং কিছুক্ষণ পর পর সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন।ইসলামের দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।সময় ও পরিস্থিতি অনেক কিছু কেড়ে নেয়।কিন্তু জীবন কে থামিয়ে দেয় না। অন্য কোনো রাস্তা ঠিকই তৈরী করে দেয়।একে মহামারি “করোনা”তার পর “আম্ফানের “চোখ রাঙানি,এ যেন মড়ার উপর খাড়ার ঘা।এই সব বিপদ থেকে “মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রক্ষা করবে,ইনশাআল্লাহ ।নিজে নিরাপদ থাকুন দেশ ও জাতিকে নিরাপদে রাখুন।
অনুরোধক্রমে :
মোঃ কবির নেওয়াজ রাজ সম্পাদক,মানুষের কল্যাণে প্রতিদিন।