মাহমুদুল আলম বিবিসি, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে এবার ঈদে জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে ২০ দিরহাম। আরব আমিরাতে বসবাসরত প্রত্যেক মুসলিমকে ২০ দিরহাম অথবা ২ কেজি ২০০ গ্রাম খেজুর-ধান ফিতরা বাবদ গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। এই ফিতরা ঈদুল ফিতরের নামাজের আগেই দিতে হবে বলে জানানো হয় ।ঈদুল ফিতরের ফিতরা প্রত্যেক ব্যক্তির ওপর ওয়াজিব। এমন কী ঈদের দিন সূর্য উদয়ের আগে ভূমিষ্ঠ শিশুর জন্যও ফিতরা আদায় করতে হয়। এ ফিতরা ঈদের নামাজের আগেই আদায় করা উচিত। কেননা গরিব রোজাদার যেন ফিতরার অর্থ দিয়ে ঈদের খুশিতে অংশগ্রহণ করতে পারে। ফিতরা দেয়া কারও ওপর কোনো প্রকার অনুগ্রহ নয়। এটা আমাদের জন্য ইবাদতের অংশ।