হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে সুশীলন এর আয়োজনে আঞ্চলিক কার্যালয়ে শনিবার (৩০ মে) বেলা ১১ টায় সুশীলন এর সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় সকল অফিস পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর সুযোগ্য উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। সভায় বক্তব্য রাখেন সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, অভ্যন্তরিণ অডিটর রবীন্দ্রনাথ বিশ্বাস, কালিগঞ্জ সেন্টার ম্যানেজার মহাসিন আলম, শ্যামনগর সেন্টার ম্যানেজার অমল কুমার সরকার, যশোর কেন্দ্রের এরিয়া ম্যানেজার মিলন হোসেন ও পারুলিয়া কেন্দ্রের আব্দুল হালিম সহ সাতক্ষীরা অঞ্চলের সকল সেন্টার ম্যানেজার উপস্থিত ছিলেন । সভায় উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু বলেন করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হতদরিদ্র পরিবার ও সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় সমিতির সকল সদস্য, সংবাদকর্মী, পত্রিকা পরিবেশ, মোটরসাইকেল চালকসহ হতদরিদ্র ৯শ ৩০ টি পরিবারকে খাদ্য সহায়তা ত্রাণসামগ্রী সুন্দরভাবে বন্টন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি স্বপ্ন প্রকল্পের নারীদের খাদ্য সহায়তা প্রদান করা হয় । সবমিলে সুশীলন এর সার্বিক ব্যবস্থাপনায় কর্মীদের অক্লান্ত পরিশ্রম করে সকলের মাঝে খাদ্য সহায়তা দিতে পারায় মিডিয়াকর্মী জনপ্রতিনিধি ও প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এসময় সঞ্চয় ও ঋণদান কর্মসূচি কার্যক্রম আরো গতিশীল ও দায়িত্বপূর্ণ কাজ করার জন্য আহ্বান জানান।