শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণপূর্তমন্ত্রীর সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ পেতে সরকার বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন করবে। – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষণাপত্রের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। কালিগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন করলেন আতাউল হক দোলন এমপি Jolpore.com অনলাইন বুক রিভিউ প্রতিযোগিতা পরীমনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই  এথেন্স সম্মেলন : দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৪ দিনের ন্যাপ এক্সপো, উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। -পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী নলতাকে মাদক ও বখাটেমুক্ত করতে চেয়ারম্যান আজিজুর এর ব্যাতিক্রম উদ্যোগ

বিএমএসএফ মানেই সাংবাদিকদের আশ্রয় স্থল।।মানুষের কল্যাণে প্রতিদিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০, ১২.৩২ এএম
  • ২৮৪ বার পঠিত

 

সাংবাদিকদের কাজ সমাজের সঠিক চিত্র জাতির সামনে তুলে ধরা। তাই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। নির্যাতিত মানুষ শেষ আশ্রয়স্থল হিসাবে সাংবাদিকদের দারস্থ হয়।আর নির্যাতিত সাংবাদিকদের শেষ আশ্রয়স্থল হল বিএমএসএফ। এই সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরে সুবিধা বঞ্চিত মানুষের সুখ, দুঃখ, হাসি কান্না, সাফল্য ব্যর্থতার কথা।প্রতিদিনই কোন না কোন স্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে সংবাদ কর্মীরা।

একটি স্বাধীন দেশে একজন মানুষ তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হবে তা মেনে নেয়া যায়না। আমি একজন ক্ষুদ্র কলম সৈনিক হিসাবে একটা বিষয় উল্লেখ করেছি- তা হলো জনবান্ধব গণমাধ্যম প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টি। গণমাধ্যমে শুধু নেতিবাচক কিংবা চলমান ঘটনাই বেশি প্রাধান্য পায় জাতীয় এবং স্থানীয় পর্যায়ে। এই বৃত্ত থেকেও গণমাধ্যমকর্মীদের বেরিয়ে আসার আহবান জানাবো। কারণ একজন সংবাদকর্মী হিসাবে উন্নয়ন- সম্ভাবনা কিংবা শিক্ষা-স্বাস্থ্যসহ উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়া এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও গণমাধ্যমকর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে।

পাশাপাশি গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চয়তায় সরকার তথা রাষ্ট্র আরো বেশি আন্তরিক হবে এমনটি প্রত্যাশা করবো। সারাদেশে প্রান্তিক পর্যায়ে কর্মরত প্রকৃত গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান থাকবে রাজনৈতিক লেজুড় পরিহার করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একাতাবদ্ধ হতে হবে। কর্মক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতাও আরাধ্য থেকে যাবে।

আমার জানামতে,এক এগারোর অনিশ্চিত যাত্রা যখন গোটা দেশকে অন্ধকারে ধাবিত করছিলো তখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য এদেশে সংবাদমাধ্যমই সবার আগে এগিয়ে আসে। তখন দুই জোটের প্রধান দুই নেত্রী থেকে শুরু করে অনেকেই মিডিয়ার সহযোগীতায় কাতর ছিলেন। প্রকাশ্যে বলেছেন সংবাদমাধ্যমই পারে দেশকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে। তখন দেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র দাবিগুলো সমন্বিতভাবে প্রকাশ করে তখনকার শাসক শ্রেণীর ওপর রীতিমতো চাঁপ সৃষ্টি করেছিলো সংবাদমাধ্যম। যার চুড়ান্ত ফল হচ্ছে আজকের মহাজেট সরকার।যখন যে দল ক্ষমতায় থাকে তাদের মুষ্টিমেয় ব্যক্তির আগ্রাসী ভূমিকা, পুলিশের বেপরোয়া আচরণ আর অহেতুক হামলা-মামলায় ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাংবাদিকতা। পেশাগত দায়িত্ব পালনকালে প্রায়ই হামলার শিকার হচ্ছেন সংবাদকর্মীরা। সন্ত্রাসীদের টার্গেটে পড়ে আবার পরিস্থিতির শিকার হয়ে কখনো কখনো অকাতরে প্রাণ দিতে হচ্ছে তাদের।

সাংবাদিকদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হওয়ার বিষয়টি বাধ্যতামূলক করার ব্যাপারে সাংবাদিক সংগঠন, পত্রিকার মালিক, সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে। সংবাদপত্রের প্রাণ হলো সাংবাদিক। বাংলাদেশ এখন সামগ্রিকভাবে এগিয়ে চলছে। এগিয়ে চলার এ ধারাকে অব্যাহত রাখতে হলে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা প্রয়োজন। সাংবাদিক সমাজ নিগৃহীত হলে এবং তাদের নিরাপত্তা না থাকলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে।

বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, একটি শক্তিশালী গণমাধ্যম একটি গণতান্ত্রিক দেশের অন্যতম চালিকাশক্তি। সাংবাদিক নির্যাতন ঘটনার যথাযথ বিচার না হওয়া এটাই প্রমাণ করে, সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো অপরাধ করেই পার পাওয়া যায়।

আমি একজন কলাম লেখক হিসেবে মনে করি সংবাদপত্রের স্বাধীনতা হলো আন্দোলন। আর আন্দোলনের প্রাণ হলো বিএমএসএফ। আমার চোখে দেখা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক “আহমেদ আবু জাফর ভাই সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশের সাড়ে তিনশ শাখার প্রায় ১২০০০ সাংবাদিকদের অভিভাবক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি সব সময় নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকের পক্ষে লড়াই ও সংগ্রাম করছেন।একজন সাংবাদিক যখন রাঘববোয়ালদের বিরুদ্ধে সত্য উচ্চারণ করেন তখনই তাদের গাত্রদাহ শুরু হয়। এর পরই তারা নানাভাবে হেয় করার জন্য একের পর এক মিথ্যা মামলা ও হুমকি-ধমকি দিতে থাকেন; যা মুক্ত সাংবাদিকতার জন্য এক প্রকার হুমকি।

গণমাধ্যমে সৃষ্ট অস্থিতিশীলতার জন্য দরকার সাংবাদিকদের ঐক্য ও সাংবাদিক সংগঠন। আর ওইসব নির্যাতিত সাংবাদিকদের শেষ আশ্রয়স্থল হলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সাংবাদিকদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর তথ্যমতে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার বিচার এড়ানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও আছে।গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। দেশের প্রতিটি সরকারই গণমাধ্যমের স্বাধীনতা আর গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধানের কথা বলে। কিন্তু বাস্তবতা নির্মম।বাংলাদেশে সাংবাদিকদের অনেক সংগঠন আছে কিন্তু কোন সাংবাদিক নির্যাতিত হলে কোন সংগঠন পদক্ষেপ নেয় না। নির্যাতিত সাংবাদিক কে নিয়ে আন্দোলন করে না।

একমাত্র বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নির্যাতিত সাংবাদিকদের নিয়ে আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছেন। বিএমএসএফ সাংবাদিকদের অধিকার, রুটি রুজি, মর্যাদা রক্ষা, আইনি সহায়তা ও পরামর্শ সেবা প্রদান করে থাকে। আমি আশা বাদী BMSF এর কলম সৈনিকদের লেখা পড়ে মানুষ ভালো কিছু শিখবেন। উৎসাহিত হবেন। ভালো কাজ করতে অনুপ্রেরণা পাবেন।বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা নতুন প্রজন্মের সাংবাদিকদের একজন আদর্শ। আমি তাকে স্যালুট জানাই এজন্য তিনি এমন একটি সংগঠন সারা বাংলাদেশের সাংবাদিককে উপহার দেওয়ার জন্য।বিএমএসএফ মানেই সাংবাদিকদের প্রাণের সংগঠন। বিএমএসএফ মানেই সাংবাদিকদের শেষ আশ্রয়স্থল।

লেখক: মোঃ কবির নেওয়াজ রাজ

সম্পাদক,মানুষের কল্যাণে প্রতিদিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

পুরাতন খবর

SatSunMonTueWedThuFri
  12345
20212223242526
27282930   
       
     12
24252627282930
       
2930     
       
    123
       
    123
25262728   
       
     12
31      
   1234
262728    
       
  12345
2728     
       
   1234
       
     12
31      
1234567
891011121314
15161718192021
2930     
       
    123
11121314151617
       
  12345
20212223242526
27282930   
       
      1
2345678
23242526272829
3031     
      1
       
293031    
       
     12
10111213141516
       
  12345
       
2930     
       
    123
18192021222324
25262728293031
       
28293031   
       
      1
16171819202122
30      
   1234
       
14151617181920
282930    
       
     12
31      
     12
3456789
10111213141516
17181920212223
       
© All rights reserved © MKProtidin.Com
Theme Developed BY ThemesBazar.Com