আশুলিয়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার
এনামুল :ঢাকা জেলার সাভারের শিল্পান্চল আশুলিয়ায় সোহাগ (২০) ও রায়হান (২৪) নামের দুই মাদক কারবারি কে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ১৫শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
বৃহষ্পতিবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ পরিদর্শক এসআই হারুন-অর-রশিদ।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট বুড়ির বাজার এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।
আটক সোহাগ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্বধারা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও রায়হান গাইবান্ধা জেলার সদর থানার মাষ্টার এলাকার মনা মিয়ার ছেলে।
সোহাগ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ও রায়হান আশুলিয়ার জামগড়া ফকির বাড়ী এলাকায় বাসা বাড়া করে থাকতো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার গাজিরচটের বুড়ির বাজার এলাকা থেকে সোহাগ ও রায়হান নামের দুই মাদক কারবারি কে আটক করা হয়।
এদের মধ্যে সোহাগের নিকট হতে ১১শ পুরিয়া হেরোইন ও ১০ পিচ ইয়াবা এবং রায়হানের নিকট হতে ৪শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক এসআই হারুন-অর-রশিদ জানান, আটক দুই জনের মধ্যে সোহাগ একাধিক মামলার পলাতক আসামী।
তারা উভয় দীর্ঘদিন যাবৎ এই এলাকায় হেরোইন ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।
তিনি আরো বলেন যে আটক কৃত মাদক ব্যাবসায়িদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা ও দায়ের করা হয়েছে।