সোমবার সকাল ১১ টায় কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। রাত দেড়টায় শাহবাগে উপস্থিত হয়ে তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন।এ সময় তিনি আরো বলেন, একজন নিহত হওয়ার যে ‘গুজব’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছ তা একটি নিছক গুজব, অপপ্রচার, অপশক্তির অপতৎপরতা মাত্র।নিহতের এ গুজব থেকেই প্রমাণ হয় কিছু দুষ্টচক্র নানারকম গুজব রটিয়ে বেড়াচ্ছে।আগামীকাল মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনা করে কোটা সমস্যার সমাধান করা হবে বলে জানান জাহাঙ্গীর কবির নানক।এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর রাত ১টার পর কয়েকদফায় পুলিশের লাঠিচার্জ ও গুলি হয়। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।