মোহাম্মদ আল-আমিন,অনলাইন ডেস্ক: গত কয়েকদিন ধরে দেশের ক্রিকেটাঙ্গনে শোনা যাচ্ছে, মোহাম্মদ রফিক ও খালেদ মাহমুদ সুজনের পাল্টাপাল্টি মন্তব্য। প্রসঙ্গ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে দেশের সাবেক ক্রিকেটারদের উপেক্ষা করে বিদেশিদের নেয়া। যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একপ্রকার রীতিই হয়ে গেছে।
যদিও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন দাবি করেছেন, শুধু মোহাম্মদ রফিক নয়, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকেও প্রস্তাব দেয়া হয়েছিল কোচিংয়ের। কিন্তু তারাই রাজি হননি। তবে সবকথার শেষ কথা হলো, বাংলাদেশ দলের কোচিং প্যানেল পুরোটাই বিদেশি নির্ভর।
আর এমন সময়েই বিসিবির জন্য যেনো এক উদাহরণই দাঁড় করাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনাভাইরাস পরবর্তী সময়ে নিজেদের প্রথম সিরিজের জন্য, কোচিং প্যানেলে ডেকেছে দুই কিংবদন্তি ক্রিকেটারকে। আর আগে থেকেই হেড কোচের দায়িত্ব রয়েছেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সে সফরে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান এবং স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক স্পিনার মুশতাক আহমেদ।
আগে থেকেই পাকিস্তান ক্রিকেট দলের কোচিং প্যানেলে ছিলেন হেড কোচ মিসবাহ উল হক এবং পেস বোলিং কোচ ওয়াকার ইউনিস। এবার তাদের সঙ্গে যোগ দেবেন ইউনিস খান ও মুশতাক আহমেদ। ২০১৭ সালে অবসরের পর এবারই প্রথম জাতীয় দলের সঙ্গে কাজ করবেন ইউনিস।
এ দায়িত্ব পেয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউনিস বলেছেন, ‘আমার কাছে এর চেয়ে বড় সম্মানের আর কিছু হতে পারে না। যেকোনভাবে নিজ দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই দারুণ ব্যাপার। এ সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।’