হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরাল কালীগন্জে ২জন করোনা (কভিট-১৯) রোগী সনাক্ত হয়েছে। পৃথক ০৪ টি বাড়ী লকডাউনের আওতায় এনেছে প্রশাসন। বুধবার (১০ জুন)
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, উপজেলার বাজারগ্রামের মৃত মাওঃ মনসুর হল্লাজ এর পুত্র ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র হামিদুল ইসলাম (২৭), মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের সাইফুল ইসলামের কন্যা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া পারভীন (২৫) এর করোনা টেষ্টে পজেটিভ রেজাল্ট ধরা পড়েছে। তারা ০৪/০৬ /২০২০ তারিখে ঢাকা থেকে বাড়িতে আসেন। উভয়ে ৭ জুন শর্দী, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে কালিগঞ্জ হাসপাতালে করোনা টেষ্টের জন্য যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের নমুনা নিয়ে টেষ্টের জন্য পাঠান। ১০ জুন তাদের করোনা রেজাল্ট পজেটিভ ধরা পড়ে। তবে সুমাইয়া বাড়ীতে থাকলেও হামিদুল শ্যামনগর উপজেলার মেহেন্দীনগর বোনের বাড়িতে অবস্থান করছে বলে জানাগেছে। এদিকে প্রশাসন পৃথক ৪টি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন।