হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ উপজেলার কালিকাপুরে ঘূর্ণিঝড় আম্পানে ও নদী বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১০ই জুন) সকাল ৮ টায় কালিকাপুর গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ১ শ পরিবারকে ত্রাণসামগ্রী প্রদাণ করেন কালিগঞ্জের বাজারগ্রাম রহিমপুরে অবস্থিত জামিয়া এমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও এমদাদিয়া কল্যাণ সংস্থা’র সভাপতি পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা ওজিহুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত এর কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, বিশিষ্ট সমাজসেবক জি,এম, রবিউল্ল্যাহ বাহার প্রমুখ। হুজুরের সফরসঙ্গী হিসেবে ছিলেন আব্দুল ওয়াহেদ নুর মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আজমল হোসেন, অধ্যাপক আকরাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান প্রমূখ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার মোক্তার হোসেন, মুফতি আতিকুর রহমান, হাফেজ আব্দুল মজিদ, হাফেজ হাবিবুর রহমান, মাদ্রাসার শিক্ষক আব্দুল মঈন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মনজুর আলম। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকার শতাধিক পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ২ লিটার সয়াবিন তেল, এক প্যাকেট লবণ, একটি লাইফবয় সাবান, একটি মাস্ক সহ একটি প্যাকেজ প্রদাণ করা হয়। উল্লেখ্য, ইতিপূর্বে শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে এমদাদিয়া কল্যান সংস্থার মাধ্যমে প্রায় ৭শ পরিবারের মাঝে হযরত মাওলানা আল্লামা ওজিহুর রহমানের নেতৃত্বে সংস্থার নেতৃবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনের সহযোগিতায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।