রেজাউল ইসলাম:পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,বি,এম ফারুক হাসান আজ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় পরিষদের অফিস কক্ষে তার প্রতিপক্ষ উত্তর মিঠাখালী নিবাসী নিজাম (আপন), মিজানুর রহমান, আনোয়ারুল ইসলাম, রোজিনা বেগম, সর্ব পিং- আজাহার আলী কবিরাজ বিভিন্ন সময়ে তার ভোগ দখলীয় সম্পত্তি অন্যায়ভাবে গায়ের জোরে জবরদখলের পাঁয়তারা করছে এবং প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে ভাড়াটে লোক দিয়ে তার প্রতিপক্ষরা ঢাকায় সাজানো মামলা দিয়ে হয়রানি করে আসছে। মঠবাড়িয়ার সকল স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সংবাদ কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে চেয়াম্যান এ,বি,এম ফারুক হাসান বলেন, হয়রানির চুড়ান্ত পর্যায়ে গিয়েও তারা থেমে নেই। ধারাবাহিকভাবে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উদ্ভট, ভিত্তিহীন অশ্লীলভাষায় ষ্ট্যাটাস দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে আমার মান ক্ষুন্ন করেছে। যে ঘটনায় তাদের বিরুদ্ধে মানহানী মামলা রুজু করা হয়েছে। ১০ জুন মঠবাড়িয়া প্রেসক্লাবে আমার প্রতিপক্ষ আনোয়ারুল ইসলামের স্ত্রী শিল্পি বেগম সংবাদ সম্মেলন করে বলেন, বরং উল্টো আমাকে তাদের জমি দখল করার অভিযোগ এনেছেন। যে অভিযোগ সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ জমি নিয়ে প্রতিপক্ষরা আদালতে দেওয়ানী বন্টন মামলা করলে যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় মঠবাড়িয়ার গণ্যমান্যগণ একাধিকবার উভয় পক্ষের সম্মতিতে অচলনামার মাধ্যমে তাদের চুলচেরা বিশ্লেষণে আমার পক্ষে রোয়েদাদ প্রদান করেন। প্রতিপক্ষরা বেপরোয়া উৎশৃঙ্খল বিধায় আইন-কানুনের কোন তোয়াক্কা করছেন না।