করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২০ দিন ধরে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তের নমুনা গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিট দিয়ে পরীক্ষা করে এবার ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন ড. বিজন কুমার শীল। কিটের উদ্ভাবক বিজন মানুষের কল্যাণে প্রতিদিন কে বলেন, “আমি নিজে এন্টিজেন কিট দিয়ে ডা. জাফরুল্লাহ স্যারের রক্ত পরীক্ষা করেছি। পরীক্ষার যে ফলাফল আমি পেয়েছি তাতে নিশ্চিতভাবেই বলা যায় তিনি করোনামুক্ত হয়েছেন।”গত ২৫ মে র্যাপিড ডট ব্লট কিটে নিজের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। পরে বিএসএমএমইউতে তার আরটি-পিসিআর টেস্টেও পজিটিভ আসে তার।আক্রান্ত হওয়ার পর প্রথম কয়েক দিন বাসাতেই আইসোলেশনে ছিলেন জাফরুল্লাহ। কিন্তু ক্রনিক কিডনি রোগী বলে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। সেজন্য পরে তাকে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি তিন দফা প্লাজমা থেরাপিও নেন।গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী বিজন বলেন, “ডা. জাফরুল্লাহ সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তিনি এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন