সাকিব আলম মামুন রাংগামাটি জেলা প্রতিনিধিঃভয়াবহ আগুনে পুড়ছে রাঙামাটির সুবলং বাজার। বরকল উপজেলাধীন সুবলং বাজারে আজ রবিবার বিকেল আনুমানিক ৪ টার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
কিছুক্ষণের মধ্যেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে বিকেল ৪:৩০ নাগাদ অন্তত অর্ধশত দোকান ও বসত ঘর পুড়ে গেছে এবং আরো পুড়ছে বলে জানিয়েছে স্থানীয় জনসাধারণ।
সুবলং আর্মি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নেভানোর চেষ্ঠা চালাচ্ছে বলেও জানা গেছে।
এদিকে খবর পেয়ে রাঙামাটি থেকে দমকল বাহিনীর লোকজন আগুন নেভাতে সেখানে রওনা দিয়েছে বলে বিকেল ৪:৪৫ মি. সময় নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এমনটি তাৎক্ষনিকভাবে কেউ জানাতে না পারলেও সেখানে বিগত দিনে চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফর ব্যবহৃত একটি পাকা বিল্ডিংয়ের পাশের ঘর থেকে আগুন লেগেছে বলে জানা গেছে।
বিকেল ৪:৩০ ঘটিকা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে এখনো পর্যন্ত আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, রাঙামাটির বরকল উপজেলাটি কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠেছে এবং এই উপজেলাটি একটি দূর্গম পাহাড়ি এলাকা। জেলা সদরের সাথে নৌ- একমাত্র যোগাযোগের প্রধান মাধ্যম। এই এলাকায় কোন ফায়ার স্টেশন নেই। তবে পাশেই অবস্থিত সেনাবাহিনী ক্যাম্প।