অদ্য ১৪/০৬/২০২০ ইং তারিখ রবিবার সাতক্ষীরা সদরের মুনজিতপুর এবং মুন্সিপাড়ার দুটি বাসা লকডাউন করা হয়।
মুনজিতপুরে বসবাসকারী করোনা রোগী আল আরাফা ব্যাংক, সাতক্ষীরা শাখার কর্মকর্তা। তিনি জানান, গত সোমবার অর্থাৎ ০৮/০৬/২০২০ ইং তারিখে তিনি অসুস্থ অনুভব করায় কর্মস্থলে না যেয়ে নিজ বাসায় অবস্থান করেন এবং পরবর্তী বৃহস্পতিবার অর্থাৎ ১১/০৬/২০২০ ইং তারিখে করোনার টেস্ট করান।আজ টেস্টের ফলাফল পজেটিভ আসাতে করোনা প্রতিরোধকল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম মুনজিতপুরস্থ আক্রান্তের বাসাটি লকডাউন করে।
অপরদিকে, মুন্সিপাড়ার অপর ২ করোনা রোগীর বাসাটিও লকডাউন করা হয়েছে। লকডাউন কালে জানা যায় যে, উক্ত বাসার স্বামী-স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত। বাসার কর্তা ব্যক্তি আল-আরাফাহ ব্যাংক, সাতক্ষীরা শাখার নিরাপত্তারক্ষী। তিনি গত রবিবার থেকে অসুস্থ অনুভব করায় কর্মস্থলে না যেয়ে নিজ বাসাতে অবস্থান করছিলেন। অদ্য ১৪/০৬/২০২০ ইং তারিখে তার এবং তার স্ত্রীর করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসাতে এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে এই লকডাউন করা হয়।লকডাউন কালে আক্রান্তদের সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেওয়া হয় এবং এলাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।