আজ আমার জম্ম দিন,এই মাসে আমার জম্ম।,আজকাল ফেস বুক, এসবের বদৌলতে জম্মদিন কথা স্মরন না থাকলেও স্মরন করতে বাধ্য। ফেসবুক খোলার সাথে সাথে বন্ধুদের অগনিত উইস মেসেজ আমাকে,আপনাকে জানিয়ে দেবে এই বেটা তুই আজকের দিনে জম্মেছিস। জম্ম ব্যাপারটাকে যত খুশির বলে মনে করা হয়ে আসলে তা তেমন খুশির নয়। জম্ম হওয়া মানে মৃত্যু ফলে বিজ বোনা। পছন্দ অপছন্দ যাই করি না কেন এটা চির সত্য প্রত্যেকটি আত্মাকেই মৃত্যুর স্বাধ পেতে হবে। বর্তমান মানব সম্প্রদায় এই চির সত্যকে ভুলে থাকতে চেষ্টা করছে। আর তারা গা ডুবিয়ে দিচ্ছে নানi ধরনে বিলাসব্যসনে। কিন্তু মৃত্যুকে ভুলে থাকলেই কি সব সমস্যার সামাধান হয়ে যাবে?জম্ম দিনের এতো আনন্দ কেক কাটা হই হুল্লোরের মাঝে, ভুলে যাই আমার জীবন থেকে খসে পড়i আরো একটি বছর। ঝড়ে যাচ্ছে বছরগুলো এক এক করে। তাই জম্মদিনে দোয়া চাই, যত দিন বাঁচি থাকি যেনো ভালে কাজেএগিয়ে আসতে পারি ও আত্মনিয়োগ করার জন্য দৃঢ় অঙ্গীকার ,মানুষের সেবায় নিয়োজিত হব। আমি ক্ষমা প্রার্থি …আমার জন্ম দিন উপলক্ষে আপনারা আমার ক্ষমা করে দিবেন .
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়
মোঃ কবির নেওয়াজ রাজ
সম্পাদক
মানুষের কল্যাণে প্রতিদিন।