মোঃ শাহাদত হোসেন :সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় আরো ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির আজ (১৬ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে ৯৪ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ এবং অন্য ৬৮ জনের নেগেটিভ ফলাফল আসে।
আজ জেলায় আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরের ১০জন, কাজিপুরের ৫জন, শাহজাদপুরের ৫জন, চৌহালীর ১ জন রয়েছেন। এছাড়াও অন্য জেলার ৪জন এবং আগের ফলাফলে পজিটিভ আসা ১জন তার এবারও পজিটিভ আসে ফলাফলে। সব নিয়ে আজ ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সিরাজগঞ্জে ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ২৩২ জনের মাঝে বেলকুচিতে ৭৫জন, সিরাজগঞ্জ সদরের ৫৯জন, রায়গঞ্জের ২১জন, চৌহালীর ২০জন, শাহজাদপুরের ২০জন, উল্লাপাড়ার ১১ জন, কাজিপুরের ১৪জন, তাড়াশের ৭জন এবং কামারখন্দের ৫ জন। সুস্থ হয়েছেন ১৬ জন এবং মারা গেছেন ৩ জন।