হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় ছোটবড় কার্পেটিং সড়কগুলো এখন মৃত্যুফাদে পরিণত হয়েছে। দীর্ঘদিন এই অচল অবস্থা থাকলেও যেনো দেখার কেউ নেই। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্থ হচ্ছে অনেক যারবাহন। কয়েকদিনের টানা বর্ষনে সড়কগুলোতে খানা খন্দে পরিণত হওয়ায় অনেক কষ্টে চলাচল করতে হচ্ছে যাত্রী সাধারণের। আশু সংস্কারের দাবী উঠেছে ভুক্তভোগী ও উপজেলার সচেতন জনগনের পক্ষ থেকে।
উপজেলার মধ্যে অতি গুরুত্বপুর্ণ ও ব্যস্ততম সড়ক কালিগঞ্জ টু তালতলা সড়ক, কালিগঞ্জ টু বাঁশতলা সড়ক, বিষ্ণুপুর টু নেঙ্গী সড়ক, খানপুর থেকে বালিয়াডাঙ্গা হয়ে রামনগর সড়ক, মৌতলা বাসস্ট্যান্ড টু জিরণগাছা সড়কসহ উপজেলার মধ্যে আরও অনেক কার্পেটিং সড়ক বেহাল দশায় পরিণত। চলতি বর্ষার শুরু থেকেই উক্ত সড়কগুলো দিয়ে যানবহন চলাচলা অনুপযোগী হয়ে পড়েছে । কিন্তু দেখার কেউ নেই। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। উল্লেখিত সড়কগুলোর মধ্যে কালিগঞ্জ টু তালতলা ও কালিগঞ্জ টু বাঁশতলা সড়কে বেহাল দশা। বিভিন্ন সময়ে সড়কের হাল অবস্থা নিয়ে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকা সহ অনলাইন এবং ফেসবুকে ঝড় উঠলেও টনক নড়েনি কতৃপক্ষের। সড়কের বেশির অংশ জুড়ে এমন বড় বড় খানা খন্দের সৃষ্ঠি হয়েছে যে, দেখলে মনে হবে রাস্তাতো নয় যেন মরণ ফাঁদ। উল্লেখ্য বাংলাদেশের সাদা সোনা নামে খ্যাত বাগদা চিংড়ি বাঁশতলা মৎস্য সেট, খেজুর তলা মৎস্য সেট ঘোষ খালি মৎস্য সেট, গোবিন্দ কাটি মৎস্য সেট, মশরকাঠী মৎস্যসেট হইতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার মাছ বহনে এই সড়ক দুটি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে আসছে। অথচ এই সড়কে জনদূর্ভোগ চরম পর্যায়ে পৌছালেও যেন দেখার কেউ নেই। ব্যবসায়ী ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের চলাচলের সুবিধার্থে সড়কগুলো সংস্কারের আশু প্রয়োজন। বিশেষ করে দীর্ঘদিন যাবৎ বাঁশতলা সড়কটি বিপদজনক অবস্থায় রয়েছে। ‘কার্পেটিং সড়ক নয় যেন রাস্তায় চলার পথের মরণ ফাঁদ’। রাস্তার দুই পাশে মাছের ঘের, পাশের ড্রেন দিয়ে নদীর পানি উঠানামা করে মৎস্য ঘেরে। কিন্তু বর্ষা মৌসুমে নদীর পানির প্রবল জুয়ারে ঐ রাস্তার উপর থাকে হাটু পানি। এমনিতে রাস্তার কার্পেটিং অনেক আগে থেকে নষ্ঠ হয়ে বেহাল দশার সৃষ্ঠি হয়েছে। অতি গুরুত্বপূর্ন এ সড়কটি দীর্ঘ ৯ বছর যাবৎ কার্পেটিং উঠে গিয়ে খানা খন্দে পরিনত হলেও সংস্কারের জন্য এগিয়ে আসেনি সংশ্লিষ্ঠ কতৃপক্ষ। প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী সাধারণ জনগন কোমলমতি স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের এক মাত্র এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। উপজেলা জনগুরত্বপুর্ণ সড়কগুলো সংস্কারের আশু দাবী তুলেছেন ভিক্তভোগী ও সচেতন জনগন।