হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সবজী বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার মিলনায়তনে বীজ বিতরণ করা হয়। এসময় উপজেলার ১১ টি ইউনিয়নের ৩ শ ৫২ জন চাষিদের মধ্যে ৯ রকমের সবজী বীজ বিতরণ করা হয় এবং সবজি খেতে রাসায়নিক সার ও বেড়া দেওয়ার জন্য প্রত্যেক চাষীদের মোবাইলে বিকাশের মাধ্যমে ১ হাজার উনিশ শত পঁচাত্তর টাকা করে প্রদান করা হবে। সবজী বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুহুল আমিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কান্তি মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, ফারুক হোসেন, জি এম শফিউল্লাহ, গোলাম নবী গাজী আব্দুস সালাম প্রমুখ।