বেবী আক্তার :নবীনগর উপজেলার শ্রীঘর বাজারে সরকারি নির্দেশ অমান্য করে গরুর হাট বসানোর খবর পেয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,সলিমগঞ্জ ক্যাম্পের পুলিশসহ দ্রুত সরেজমিনে গিয়ে বাজার ভেঙ্গে দেন।
শনিবার(২৭/০৬)সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য ও সরকারের নির্দেশনা অমান্য করার কারণে প্রথমবার সতর্ক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০,০০০,হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,বলেন,পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ হাটে গরুবাজার বন্ধ থাকবে।