মোহাম্মদ আল-আমিন,ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়াল জাপান। বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন অনুদান হিসেবে দিচ্ছে দেশটি যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৯ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৈশ্বিক এ মহামারি মোকাবেলায় জাপান সরকার এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। এক বিলিয়ন জাপানি ইয়েন এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। এ অনুদান গ্রহণে বাংলাদেশ সরকারের নীতিগত সম্মতি এরই মধ্যে জাপান সরকারকে জানানো হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে খসড়া এক্সচেঞ্জ অব নোটসের ওপর মতামত ও অনাপত্তি চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। চিঠিতে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে জাপান সরকার বাংলাদেশ সরকারকে এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে অনাপত্তি ও মতামত দিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ বিভাগকে অনুরোধ করেছে।