মোঃ ইমাম উদ্দিন সুমন:নোায়াখালীতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনা ভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১ জন, সোনাইমুড়ীতে ১ জন ও কবিরহাটে ১ জন।
গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৪ জন। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬৪ জন, মৃত্যু ৪৯ জন ও সুস্থ হয়েছেন ১১০৩ জন।
রবিবার (৫ জুলাই) সকাল ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-১০৮৩ জন।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য- সদর সর্বোচ্চ- ৬৯৩ জন, বেগমজঞ্জ-৬৬৫জন, চাটখিলে-১৪১জন,সোনাইমুড়ীতে-১১৯জন,কবিরহাটে-২৪৫জন,কোম্পানীগঞ্জে-১২২৩ জন, সেনবাগে-১০২ জন, হাতিয়া-৩৭ জন ও সুবর্ণচরে-১৩৯ জন