আল ইমরান,নিউজ ডেস্কঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-০৭/০৭/২০২০ তারিখ এসআই মো: হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন পলাতক আসামী আরিফা বেগম স্বামী-মৃত মনিরুজ্জামান, সাং-খাসখামার, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এর বসত বাড়ীর দক্ষিন দুয়ারী বসত ঘরের সামনে হাস মুরগী রাখা পাকা ঘরের মধ্য হইতে ২২০ (দুইশত বিশ) বোতল ফেন্সিডিল সহা ১. রাবেয়া (৫৫), স্বামী/স্ত্রী- মৃত: জিয়াদ আলী স্থায়ী : বর্তমানে আরিফা স্বামী-মৃত মনিরুজ্জান, সাং-খাসখামার, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, গ্রাম- গাবুরা (বড় গাবুরা) , উপজেলা/থানা- শ্যামনগর, সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। আসামীকে বিচারার্থে ইং-০৮/০৭/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।