মো্ঃলিটন মাহমুদ :মুন্সীগঞ্জের আইনসৃঙ্খলার সার্বিক পরিস্তিতি নিয়ে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ আহম্মেদ , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আনিচুর রহমান, জেলা গোয়েন্দ বিভাগ (ডিবি) ওসি মোজ্জামেল হক মামুন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আরিফ-উল- ইসলাম,স্থানীয় পত্রিকা দৈনিক রজত রেখার সম্পাদক এ্যাডভোকেট শাহিন মো. আমানউল্লাহ ,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ খোকা, সাংবাদিক কাজী সাব্বির আহম্মেদ দিপু,লাভলু মোল্লা, সেতু ইসলাম, ভবোতোষ চৌধুরী নুপুর, মইনউিদ্দন সুমন, , সোনিয়া হাবিব লাবনী, শেখ আলী আকবর, আব্দুল সালাম, মীর নাছির উদ্দিন উজ্জল, সালেহিন তুহিন, মো. আবু সাঈদ সোহান, এশিয়া টিভি নজরুল ইসলাম বাবুল, আতিকুর রহমান টিপু,শেখ মো. শিমুল, শেখ মো. রতন, মো. রাসেল মাহামুদ, মো. জুয়েল, মাছুদ রানা, তানজিল হাসান, মোহাম্মদ সুজন, মো. লিটন, গোলজার হোসেন, মো. ফয়সাল, আবু হানিফ রানা, মো. মামুন , মো. রুবেল মাদবর, মো. নাহিদ ইসলাম,মোঃলিটন মাহমুদ ও আমির হোসেন প্রমুখ।
এসময় জেলার ৬ টি উপজেলার হাট,ঘাট,সড়ক,মহসড়ক,গ্রাম ও পাড়া মহল্লার সার্বিক পরিস্তিতি নিয়ে আলোচনা হয়