মুহাম্মাদ শোরাফ উদ্দিন:লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের অন্তর্গত নাসিরগঞ্জ বাজার সংলগ্ন নদীর তীরে নির্মানাধীন স্থানীয়দের জঙ্গলা বাঁধের কাজে ২,০০,০০০(দুই লক্ষ) টাকা অনুদান দিয়ে সহযোগিতা করেন।
লক্ষ্মীপুর ৪ (রামগতি -কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশ এর মহাসচিব মেজর(অব) আব্দুল মান্নান।
শুক্রবার (১০)জুলাই সকালে বাঁধ সংলগ্ন এলাকায় জঙ্গলা বাঁধ বাস্তবায়ন কমিটি হাতে সংসদ সদস্য এই অনুধান তুলেদেন কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি কমলনগর প্রতিনিধি এ কে এম নুরুল আমিন মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন বিকল্প ধারা বাংলাদেশ এর কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক মিয়া, যুবধারা কমলনগর উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন ও স্থানীয় আলা উদ্দিন সবুজ,আজাদ বাঘাসহ রাজনৈতিক নেতা কর্মী।
উল্লেখ্যঃ মেঘনা নদীগর্ভে বিলীন হতে চলেছে নাছিরগঞ্জ বাজারসহ কমলনগর – রামগতি উপজেলা। ইতিমধ্যে উপজেরার অর্ধেকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
তাই সরকারি বরাদ্দে বাঁধ নির্মাণ দাবী করে আসলেও নাছির গঞ্জ বাজার এলাকায় সরকারি বরাদ্দ না হওয়ার নাছিরগঞ্জ এলাকার তরুণদের ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে নদীতে জংলায় বাঁধ দেওয়ার কাজ শুরু করা হয়।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম, সেনা সদস্য রিয়াজ উদ্দিন, পল্লী চিকিৎসক আবু তৈয়ব সবুজ, আবু তাহের, ব্যবসায়ী বাহার হাওলাদার, মো. স্বপন, মো. মঞ্জু,ওস্তাদ নাছির উদ্দীন, নুর আলম, আরিফ টেইলার, আনোয়ার হোসেন সহ অনেকের উদ্যোগে স্থানীয় ইউ পি চেয়ারম্যান মাষ্টার সাইফুল্লাহ, হাজী আবুল কাশেম,ইন্জিনিয়ার আহমদ উল্ল্যা সবুজসহ অনেকের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় বর্তমান সংসদ মেজর অব আব্দুল মান্নান, সাবেক সংসদ আবদুল্লাহ আল মামুন, এ বি এম আশ্রাফ উদ্দিন নিজাম,ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, আহমদ উল্ল্যা সবুজ,জাহাঙ্গীর আলম,নুর করিম সহ নিজের অর্থয়ানে এই বাঁধ শুরু করেন তারা।
এছাড়াও স্থানীয় ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ছাত্রলীগ,ছাত্রদল ও চৌধুরী বাজারে একদল যুবক এই কাজে শ্রমদিয়ে সহযোগিতার করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এ বাঁধ কোন স্থায়ী সমাধান নয়। ব্লক দিযে মজবুত বেড়িবাঁধ নির্মাণ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার এবং স্থানীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।