মোঃ মনির হোসেন শাহীন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
সুর আর সংস্কৃতি যাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, যে জেলায় সুরের সম্রাট ও মহাঋষির জন্ম!
সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌর এলাকার কোনাঘাট মোড়ে শনিবার দুপুরে প্রতিষ্ঠা করা হয় মানব কল্যাণ বাউল সমিতি।
বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন কতৃক অনুমোদিত এই সংগঠনে পর্যাক্রমে বৃহত্তর ব্রাক্ষণবাড়িয়া সকল বাউল শিল্পীদের সদস্য করা হবে।
বাংলাদেশ বাউল সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেশবরেণ্য বাউল শিল্পী দিদার চৌধুরীকে সভাপতি,জুয়েল রানাকে সাধারণ সম্পাদক,মোঃ মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক ও গোলাম মোস্তফা মাষ্টারকে কোষাধ্যক্ষ ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংগঠনটি উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সংক্ষিপ্ত আলোচনায় সভায় কমিটির সভাপতি বাউল শিল্পী দিদার চৌধুরীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা মাষ্টারের সঞ্চালনায় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হোসেন শান্তির উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ও উক্ত সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ নাসির উদ্দিন নাছির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক এম কে জসিম উদ্দিন, সমিতির উপদেষ্ঠা মন্ডলী গীতি কবি পাগল বাবুল,মোঃ আমির হোসেন,মোঃরবি,মোঃ গোলাম খাজা,মোঃ আব্দুস সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,নূর মোহাম্মদ জয়,মাহফুজুর রহমান,সদস্য বর্ষন ফারহান বাবুল,প্রবীর ভৌমিক শান্ত,মোঃসোহেল মিয়া,জাবেদ হোসেন জীবন,মেহেদী হাসান,মনির হোসেন শাহিন,সাদ্দাম হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাউল শিল্পী খুরশিদ আলম সরকার,রহিম পাগলা,সুমন দেওয়ান,মাসুদ সরকার সহ আরো বেশ কয়েকজন বাউল শিল্পী।
এসময় বক্তারা শিক্ষা সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এই ধরনের সংগঠন এর প্রয়োজনীয়তা অনুভব করে এসেছে দীর্ঘদিন ধরেই।
দেরিতে হলেও এমন উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সবাই এই সংগঠনের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে উক্ত সংগঠনের সভাপতি বাউল শিল্পী দিদার চৌধুরী বলেন,আমি এই সংগঠনের পাশে সব সময় থেকে আপনাদের সহযোগিতা করে যাব এবং আপনারা কোন বাউল শিল্পীকে আপনাদের এলাকায় দাওয়াত করলে এই সংগঠনের মাধ্যমে করবেন তাতে আমি সর্বাত্মক সহোযোগিতা করব।
পরে মনোজ্ঞ বাউল গান পরিবেশন করেন দিদার চৌধুরী ও সুমন দেওয়ান।