উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের মুলিয়া গ্রামের
সুবীর বিশ্বাসের বসত বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে
গেছে।আগুনে পুড়ে পরিবারটির প্রায় ৩ লাখ টাকা মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি
হয়েছে। বসতঘর পুড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে দিন
কাটাচ্ছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, দিবাগত গভীর রাতে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রদীপের আগুন
থেকে বাড়ির ঘরে আগুন ধরে যায়।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন
নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত
পরিবারগুলো প্রতিবেশীদের দেওয়া কাপড়চোপড় পরে আছেন। তারা খোলা আকাশের
নিচে মানবতার জীবন যাপন করছেন ।ক্ষতিগ্রস্ত সুবীর বিশ্বাস জানান,
‘স্ত্রী ও দুই সন্তান নিয়ে আমার পরিবার। মাছ মেরে বাজারে বিক্রি করে
কোনোভাবে সংসারের খরচ জোগাই।আগুনে ঘরবাড়ি ও মাছ ধরা জালসহ সব মালামাল
পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে আমার ক্ক্ষয়ক্ষতি হয়েছে।জাল
পুড়ে যাওয়ার কারনে এখন মাছ ধরাও বন্ধ হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে স্ত্রী
সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাসের পাশাপশি অর্ধাহারে-অনাহারে
দিনাতিপাত করছি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।