হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি : বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা কারিতাসের আয়োজনে বৈশ্বিক মাহারী নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে জাতীয় বেসরকারি সংস্থা বাংলাদেশ কারিতাসের আইসিডিপি-সিএইচটি প্রকল্পের আওতায় রোয়াংছড়ি ইউনিয়নে একতা ক্রেডিট ইউনিয়ন ও আলেক্ষ্যং ইউনিয়নের অপরাজিতা ক্রেডিট ইউনিয়নের তালিকাভুক্ত ১৪৭জন সদস্যদের মধ্যে বিভিন্ন কেটাগরিতে ৬২জনকে চাল,ডাল,তেল,আলু,লবন ও ৮৫জনকে স্বাস্থ্য সংক্রান্ত উপকরণ বালতি, মগ ও সাবানসহ উপহার হিসেবে সামাজিক দূরত্ব রেখে উপজেলা কারিতাস অফিসের প্রাঙ্গনে বিতরণ করা হয়। সোমবার (২০ জুলাই ২০২০) উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা কারিতাস অফিসের সমন্বয়ক যোসেফ প্রীতিকান্তি ত্রিপুরাসহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
২০ জুলাই ২০২০ইং
হ্লাছোহ্রী মারমা
রোয়াংছড়ি,বান্দরবান।