শেখ মোঃ সাইফুল ইসলাম :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সু-যোগ্য কন্যা দেশ রত্ন শেখ হাসিনার দেয়া সরকারি ত্রান নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ালেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।
এ জেলার চলমান বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন ।
বন্যা কবলিত এলাকায় ব্যাপক খাদ্য সংকটের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানিও মিলছে না ।
তার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে গোখাদ্য, সব মিলিয়ে তীব্র সংকটে ভুগছেন বন্যা কবলিত এলাকার মানুষ ।
এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ত্রাণ সামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সন্ধানে ছুটে চলেছেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। জেলা প্রশাসক আব্দুল মতিন প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ নিয়ে ছুটে যান, সদর উপজেলার বন্যাদুর্গত ক্ষতিগ্রস্থ কামারজানী চরে।
সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৪ শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আবু হানিফ, উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী প্রমুখ।
এছাড়াও বন্যার্তদের মাঝে হাইজিন কিডস বক্স, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেন