রেজাউল ইসলাম (মঠবাড়িয়া) পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে আজ বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ মিলনায়তনে ইন হাউজ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোঃ আলমগীর হোসেন খান তার উদ্ভোধনী বক্তব্যে বলেন, মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে মার্চ মাসের ১৭ তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে যার কারণে স্বাভাবিক পাঠদান বন্ধ থাকায় শিক্ষকরা স্থবিরতার মধ্যে সময় অতিবাহিত করছে। যদিও ভার্চুয়াল পাঠদান অব্যহত রয়েছে। শিক্ষার মান আরও উন্নত ও পাঠদানের ধারা সচল রাখতে ইন হাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।
কলেজ গভর্নিং বডির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মহামারীর মধ্যেও কলেজ কর্তৃপক্ষের এমন সময়োপযোগী সিদ্ধান্তে কলেজটির সার্বিক উন্নতি লাভ করবে এ সময় তিনি আরও বলেন শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যহত থাকবে। বক্তব্য প্রদান করেন গভর্নিং বডির সদস্য মোঃ জাকির হোসেন খান, মোঃ গোলাম মোস্তফা খান, মোঃ মজিবর রহমান।
উল্লেখ্য যে, ইন হাউজ প্রশিক্ষণ কর্মশালায় কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিককে সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন এবং অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার মহোদয় কলেজ প্রাঙ্গনে সবুজ বৃক্ষ রোপণ করেন।