শাহজাহান অালীঃ বর্ষা মৌসুম আসলেও পদ্মায় বাঁধ না থাকায় ভয় ও উৎকন্ঠায় দিন কাটছে রাজশাহী জেলার চারঘাট উপজেলা, কাটাখালী থানা অন্তর্ভুক্ত ০১ নং ইউসুফপুর ইউনিয়ন সাহাপুর গ্রামের শতাধিক পরিবারের।
স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়। প্রতিবছর বর্ষা মৌসুম আসলে ব্যাপক ভাঙনের ফলে অনেকের ফসলিজমি, বসতভিটা পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে৷ প্রায় ৭০০মিটার বাঁধ না থাকায় প্রতিবছর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পাড়ের অসহায় ও দরিদ্র মানুষ গুলো। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বিষয়টি অবগত থাকলেও বাধ নির্মাণে দেরি করায় প্রতিবছর ন্যায় এবারো অনেক বসত-ভিটা, ফসলিজমি সর্বনাশা পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পথে। দৈনদিন পদ্মায় পানি বৃদ্ধি হওয়ার ফলে ভয়ে অাতংকে দিন কাটছে পদ্মা পাড়ের বাসিন্দাদের। দ্রুত পদ্মায় বাঁধ নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন পদ্মা পাড়ের স্হানীয় বাসিন্দারা।