মোঃ মনির হোসেন শাহীন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের তালশহর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনায় কেউ আহত হননি। রেলওয়ে পুলিশ ও ট্রেনে অবস্থান করা যাত্রারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ‘ট’ ও ‘ঠ’ বগির সংযোগস্থলে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে নেভানো হয়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম জানান, জেনারেটরের ক্যাবলে ত্রুটির কারণে দুই বগির সংযোগস্থলের রাবারে আগুন লাগে। তবে কেউ আহত হয়নি।
এদিকে, ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে থামার পর পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যায় ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।