এনামুল কবির সবুজ :যণোরের কেশবপুর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
২৫ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অপরাধে ১৮৬০ খ্রিঃ এর ২৬৯ ধারার ৫ জন ব্যাবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
কেশবপুর উপজেলা ভূমি অফিসের পেশকার ফারুক জানান, কেশবপুর কাপড়ের ব্যবসায়ী সাইফুজ্জামান, সাইফুল ইসলাম, কবির হোসেন, নুরুজ্জামান ও ঢাকা বেকারীর মালিক প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন কেশবপুর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।