জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত পুকুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন,নরসিংদী ২ থেকে নির্বাচিত মাননীয় সাংসদ ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি জননেতা জনাব আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
পলাশ উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কবির মৃধা,পলাশ উপজেলা চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান জনাব কারিউল্লাহ সরকার ও সেলিনা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব প্রফেসর কামরুল ইসলাম গাজী,পলাশ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আনোয়ার হোসেন আনু, ছাত্র লীগ সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন, জুলহাস মিয়া রাজু,ভূইয়া রেজওয়ান আলম তুষার, রাসেল, সাদ্দাম ও আসিফ প্রমুখ।