ঢাকা ২৭ জুলাই ২০২০: দৈনিক জাহান পত্রিকার সম্পাদক, ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সভাপতি , ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যাপকা রেবেকা ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিএমএসএফ। তিনি আজ সোমবার বেলা ২.৩০ মিনিটে ময়মনসিংহ মচিমহার কোভিড হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না…. রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোক প্রকাশ করছে। গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। নেতৃবৃন্দ বলেন, নারী সাংবাদিকতার পথিকৃত অধ্যাপক রেবেকা ইয়াসমিন ছিলেন সংবাদ প্রকাশে আপোষহীন।
গত ২৬ জুন স্ট্রোকজনিত কারনে প্রথমে তাকে সিবিএমসিবির আইসিইউতে এবং চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বারের মতো স্ট্রোক হলে গত ১৮ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত ১৯ জুলাই তার কোভিড পজিটিভ হলে তাকে মচিমহার কোভিড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।