রেজাউল ইসলাম :পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যান সমিতির আয়োজনে এতিমদের সুবিধার্থে তাদের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার ২৭ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট এতিমখানার সভাপতি ও সম্পাদকের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ঊর্মি ভৌমিক এর মাধ্যমে এ অনুদানের চেক তুলে দেন। মঠবাড়িয়া কল্যান সমিতির সূত্রে জানা গেছে করোনা ভাইরাসে আর্থিক অসচ্ছল এতিমদের জন্য মানবিক সহায়তা হিসাবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত ২৮ টি এতিমখানায় ২ লক্ষ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যান সমিতির প্রতিষ্ঠাতা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু, সদস্য আনসার উদ্দিন,সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।