সাভারের আব্বাস গার্মেন্টস এর শ্রমিকরা তাদের তিন মাসের বেতন আদায়ের দাবিতে সাভার ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে__তাদের একটাই দাবি বেতন না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বে না__এতে করে ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।।