মঠবাড়িয়া (পিরোজপুর ) প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্বামী-স্ত্রী ও সন্তানের ফাঁস দেয়া,হাত বাধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হলো- উপজেলার ধানীসাফা গ্রামের রত্তন আলী হাওলাদারের ছেলে ইজিবাইক চালক মো. আয়নাল হক( ৩৫), তার স্ত্রী খুকুমণি (৩০) ও মেয়ে আসফিয়া আক্তার (৩)।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার ধানীসাফা গ্রামের ভাঙ্গাপুুুল এলাকার একটি ভাড়া বাসা থেকে সন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, স্থানীয় ইজিবাইক চালক আয়নাল হক নিজ বাড়ির কাছে মোজাম্মেল হাওলাদারের একটি ভাড়া ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশীরা ঘরের মধ্যে আয়নাল হকের পরিবারের সদস্যদের সাড়া না পেয়ে সেখানে যান। এরপর ঘরের সামনে সিদঁকাটা ও জানালা দিয়ে তাকিয়ে ঘরের আড়ার সঙ্গে আয়নাল হক, তার স্ত্রীর হাত বাাঁধা ও শিশু সন্তানের নিচু থেকে গামছা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে ধানীসাফা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিক বিশ্বাস বিষয়টি গ্রাম পুলিশকে জানান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পিরোজপুর পিবিঅাই এর পুলিশ সুপার, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মঠবাড়িয়া থানর ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা পরিকল্পিত হত্যাকান্ড নাকি শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে।