হাফিজুর রহমান শিমুলঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত সংগ্রাম পরিষদের কালিগঞ্জ উপজেলার সভাপতি , উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠকালিন সভাপতি, ৭০ দশকে সর্বজন স্বীকৃত আদর্শ চিকিৎসক ডাঃ হজরত আলী(৯০) আর নেই। তিনি মঙ্গলবার (৪ জুলাই-২০২০) বিকাল ৪টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনীত কারণে মৃত্যবরণ করেন(ইন্না ইলাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।) বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাঃ হযরত আলী মৃত্যুকালে ৩ পুত্র, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সাতক্ষীরা জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।