যশোরে আজ শনাক্ত ৫০ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ২৭ জন,, শার্শা উপজেলার ০৪ জন,, ঝিকরগাছা উপজেলার ০৬ জন, কেশবপুর উপজেলার ০৭ জন, চৌগাছা উপজেলার ০৪ জন এবং মনিরামপুর উপজেলার ০২ জন।
সদর উপজেলায় আছেন, ২৫০ শয্যা হাসপাতালের মো. ওবাইদুল ইসলাম(৫১), দিলীপ(৩৫) ও কামরুজ্জামান(৫০),, নীলগঞ্জের আশুরা শারমিন(৪৫),, সদরের মো. সাইফুল(৫০),, যশোর মেডিকেল কলেজের রমা সাহা(৫০) ও মো. খায়রুল ইসলাম(৪২),, ঘোপের রাজু(৪০), সোহেলী(৩৩) ও ফারজানা সাথী(৩৪),, খাজুরার আমিনুর(৫৮),, শেখাহাটির ইসহাক(৬০),, ঘোপ পাড়ার সন্ন্যাসী দাশ(৫৫),, পুরাতন কসবার শাহানারা খাতুন(৪৫),, DC অফিসের হাসিবুর রহমান(১৭), লামিয়া(১৩) ও মো. হাফিজুর রহমান(৫০),, ধর্মতলার রহিমা খাতুন(৩৫),, কারবালার আব্দুল হক(৫৮),, কাজী পাড়ার মো. ইসমাইল হোসেন(৩৯),, পুলিশ লাইনের সোহেল রানা(২৪),, সিটি কলেজ পাড়ার সোহেল(৩০),, পালবাড়ির মুস্তাফিজুর(৪৬),, বিমান বন্দরের নুরুন্নাহার(৩৫),, চাঁচড়ার শফিকুল,, উপশহরের মনিরুজ্জামান(৫৫) এবং সদরে নমুনা দেওয়া ঝিকরগাছা থানার সত্যজিৎ(৩৫)।
চৌগাছা উপজেলায় আছেন, পুরাতন পোস্ট অফিসের মিসেস শাহানা সালাম টুকু(৬০),, চৌগাছার মো. আফজাল জামান(৩৮),, সাদিপুরের মিনু মিয়া(৩৫) এবং মহেশপুরের মো. শফিকুল ইসলাম(৪৩)।
কেশবপুর উপজেলায় আছেন, কড়িয়াখালির নারায়ন চন্দ্র দাশ(৬০),, পল্লি বিদ্যুৎ অফিসের মনিরুজ্জামান(৩৯),, বালিয়া ডাঙ্গা আর্তী রানী পাল(৩৮),, আলতাপোলের আন্না রানী সেন(৫০)),, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোয়ারা(৫৮), প্রদীপ কুমার বিশ্বাস(৫৬) ও আবুল হোসেন(৪৫)।
ঝিকরগাছা উপজেলায় আছেন, উপজেলার লিটন দাশ(৩৩) ও শামিম মোল্লা(২৩) ,, অমিতাবাজারের মো. রেফাজ উদ্দিন(৪৭),, ঝিকরগাছায় নমুনা প্রদানকারী সাতক্ষিরা জেলার মো. আবুল মালেক(৩২) এবং কৃষ্ণনগরের শিলা রানী ঘোষ(৪৬)।
শার্শা উপজেলায় আছেন, সাড়াতলার নূর মোহাম্মদ(৫৫),, যাদবপুরের আমিনুল হক(৩২), রুবেল(২২) ও সঞ্জীবন ঠাকুর(৩০) এবং গদখালির তানিয়া জেসমিন(৩৭)।
মনিরামপুর উপজেলায় আছেন, খেদাপাড়ার বিশালাক্ষী চক্রবর্তী(৬০) এবং আলতাপোলের অর্চনা রানী বসু(৫৮)।
আজ শনাক্ত রোগীদের মধ্যে নতুন ও পুরাতন রোগীর সংখ্যা এখনও জানা যায়নি।