সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রির সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী তরুণলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহর নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী তরুণলীগের সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সরকারের ডেপুটি এটোর্নী জেনারেল এ্যাড গিয়াস উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম মিয়া, সহ-সভাপতি ইন্ঞ্জিনীয়ার নুরুজ্জামান মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নুরুজ্জামান নুর, সাংগাঠনিক সম্পাদক শামীম হাসান শামীম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন থানার নেত্রীবৃন্দ।