রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।এ সময় তিনি বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিদিন অবনতি হচ্ছে। আমরা তার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা করছি। ঢাকার সমাবেশটি সোমবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। তবে গাজীপুর ও খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের কারণে মহানগর দু’টিতে সমাবেশ হবে না।’রিজভী বলেন, ‘সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে। সিটি করপোরেশনের সঙ্গেও কথা বলা হয়েছে।’তিনি বলেন, দেশের সকল জনপদে রক্তপাতের জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বৈধ-অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। তারাই হাজার হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং বেআইনি অস্ত্র মজুদ রাখার অধিকার দিয়েছে দলীয় সন্ত্রাসীদের।
রিজভী আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে শেখ হাসিনার দেশবিরোধী নীতির কারণেই পাহাড়ে রক্ত ঝরছে। এর জন্য সম্পূর্ণ দায়ী আওয়ামী শাসকগোষ্ঠী।দুই সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলতে চাই অবিলম্বে গাজীপুরের এসপি হারুন এবং খুলনার পুলিশ কমিশনার হুমায়ুন কবিরকে প্রত্যাহার করুন। অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে দুই সিটিতে সেনা মোতায়েন করুন।