উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক নড়াইল শাখার সিনিয়র অফিসার আব্দুল গাফফার (৫৮) মারা গেছেন। আজ সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। আব্দুল গাফফার নড়াইল শহরের ভওয়াখালী এসপি অফিস পাড়ার বাসিন্দা। আব্দুল গাফফারের পারিবারিক সুত্র জানায়, আব্দুল গাফফারের কয়েকদিন আগে জ্বর হয়। এ ছাড়া তার শ্বাসকষ্টসহ করোনা উপসর্গও ছিল। এ অবস্থায় তিনি স্থানীয় হাসপাতালে নমূনা পরীক্ষা করান। তাতে তা্র পজিটিভ রেজাল্ট আসে। এরপর অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনালী ব্যাংক নড়াইল শাখার সিনিয়র অফিসার প্রলয় চক্রবর্ত্তী জানান, আব্দুল গাফফার এক স্ত্রী ও ২ কন্যা সন্তানের জনক। পেশাগত ক্ষেত্রে তিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন। সদালাপী আব্দুল গাফফারের মৃত্যুতে সহকর্মী, পরিবার, আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সিভিল সার্জন অফিসসূত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নড়াইল জেলায় নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১হাজার ১৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৫ জন সুস্থ্য এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।