আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশে ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাবনাজ রশিদ দিয়াকে ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি কনটেন্ট বিষয়ে বিদ্যমান যেকোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনা করবেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের আঞ্চলিক সদর দফতর সিঙ্গাপুরের সঙ্গে
ডিজিটাল বৈঠকে ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধিবিধান মনে চলা ছাড়াও দেশ ও দেশের বাহির থেকে গুজব বা অপপ্রচার প্রচার ছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্নগ্রাফি ও বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করতে ফেসবুককে আহ্বান জানিয়েছেন।
ফেসবুকে নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে সাবনাজ রশিদ দিয়া কে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল ওনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আব্দুর রহমান ও যুগ্ম মহাসচিব কবির নেওয়াজ রাজ।