আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতি গ্রামের বেল্লাল হোসেনের অষ্টম শ্রেণিতে স্কুল পড়ুয়া মেয়েকে বাল্য বিয়ে হতে রক্ষা করলেন-নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে
শুক্রবার (১১সেপ্টম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে ঘটনাস্থলে একটি টিম কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।
এসময় বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী কনে পক্ষের অভিবাবক এবং বরপক্ষের অভিভাবক কে অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, কনে ক্লাস ৮ম শ্রেনীতে পরে আর তার বয়স ১৪ বছর ৫ মাস।কনে পক্ষের অভিবাবক অপ্রাপ্তবয়স্ক মেয়ে অন্তরাকে বিয়ে দেয়ার চেষ্টা করেন যা দন্ডনীয় অপরাধ। কন্যার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দিবে না এই বলে মেয়ের বাবার কাছ থেকে এই মর্মে মুচলেকা নেয়া হয়েছে।