হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট পক্ষ থেকে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার ডা: মংহ্লাপ্রু মারমার হাতে স্বাস্থ্য রক্ষা সরঞ্জামাদি সামগ্রী হস্তাতর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ঢাকা যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এর তত্ত্ববধানের আইসিআরসি সহযোগিতায় বান্দরবান ইউনিট আওতায় কোভিড-১৯, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কেন্দ্রের হাত ধোয়া ব্যবস্থাপনার মান উন্নয়ন,পিপিই বর্জ্য ব্যবস্থাপনা (বানার্র তৈরী) এবং জীবানুণাশক কার্যক্রমের সরকারি হাসপাতালের পরিষ্কার-পরিছন্ন কমর্ীদের প্রশিক্ষণ সহ অত্রসাৎ সংযুক্ত প্রয়োজনীয় স্বাস্থ্যে রক্ষা সরঞ্জামাদি সামগ্রী হস্তাতর করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২০) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে সভা মিলনায়তনের সরঞ্জামাদি সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পষিদের চেয়ারম্যান চহাইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মংহ্লাপ্রু মারমা,রোয়াংছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের লীডার উমংনু মারমা, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান অংসিংউ মারমা, উপ দল নেতা সুমন তঞ্চঙ্গ্যা, বন্ধুত্ব বিভাগীয় প্রধান বিয়াক সিয়াম বম, ক্যমংচৌ মারমা, প্রশিক্ষণ বিভাগের উপ সম্পাদক সুকেল তঞ্চঙ্গ্যা, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান রেশমি তঞ্চঙ্গ্যা, বন্ধুত্ব বিভাগ উপ সম্পাদক উমংপ্রু মারমা প্রমুখ।
১৪ সেপ্টেম্বর ২০২০ইং
হ্লাছোহ্রী মারমা
রোয়াংছড়ি প্রতিনিধি,
রোয়াংছড়ি,বান্দরবান।