মোঃ ফিরোজ হোসাইন :
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোর যেন মৃত্যুর ফাঁদ ! ৭১ এর যুদ্ধে পাকিস্তানি মেলেটারির বর্বর হামলায় এক সঙ্গে প্রায়, ৪০ থেকে ৪৫ জন লোক কে ব্রাস ফায়ার করে হত্যা করে তারই ফলশ্র“তিতে বান্দাইখাড়া বাজারের দক্ষিন পূর্বো কর্ণারে গরে তোলা হয় শহিদদের স্মৃতি ফলক শহিদ মিনার, আত্রাই নদীর উপর গড়ে তোলা ব্রীজের রাস্তা বধ্যভূমির গা ঘেষে যাওয়ার কারনে বদ্যভুমির মেইন গেটের সামনে দিয়ে বাজারে ভিতরে রাস্তা চলে গিয়েছে, আর পশ্চিমের রাস্তা সেই গেইটের সামনে দিয়ে ব্রীজের উপর উঠেছে,যার কারনে এখানে তিন রাস্তার মোড় তৈরি হয়েছে। যখন ব্রীজের উপর থেকে গাড়ি আসে আবার বাজারের ভিতর থেকে গাড়ি আসে এবং পশ্চিম দিক হতে গাড়ি আসে, বধ্যভূমির যায়গার উপর রাস্তা ঘেষে ইটের ঘর থাকার কারনে সেখানে রাস্তা অনেকটা সরু হওয়ায় সব সময় গাড়ির জ্যাম লেগেই থাকে, আর ব্রীজের রাস্তা অত্যান্ত খাড়া হওয়ার কারনে প্রতি নিয়ত গ্রাড়ির ব্রেক ছিড়ে এই বধ্যভূমির প্রতি নিয়ত দূর্ঘটনা ঘটছে এ যেন এক মৃত্যুর ফাঁদ। প্রতিনিয়ত এই দূর্ঘটনা হওয়ার কারনে সাধারণ জণগন একটা আতঙ্ক নিয়ে রাস্তা চলা চল করতে হচ্ছে। এলাকার মানুষের দাবি এই বধ্যভূমির সুন্দর পরিবেশ তৈরি হোক এটাই সকলের কামনা।