মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কদমবাড়ি গ্রামের মৃত রূপচাঁদ বৈদ্যের বসতঘর আগুনে পুড়ে ছাই। সাংবাদিকদের মারফত এমন সংবাদ পেয়ে রাজৈরর নবগত ইউ এন ও মোঃ আনিসুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহাবুবহোসেন ঘটনাস্থলে এসে 20 কেজি চাউল,লবণ সহ, শুকনো খাবার প্রদান করেন।
এই সময় ইউ এন ও মোহাম্মদ আসাদুজ্জামান আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ভবিষ্যতে আরও সহায়তা দেবেন বলে জানান।
রাজৈর উপজেলা কদমবাড়ি ইউনিয়নের কদম বাড়ি গ্রামের মৃত্যুর রুপচান বৈদ্যের স্ত্রী রানী বৈদ্য কান্নাজড়িত কণ্ঠে জানান, সোমবার দুপুর ১২ টা বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয়। আমরা ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র , জামা কাপড়সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরকারের কাছ থেকে আমরা যাবি যাতে সরকার আমার পূর্ণবাসন করে ।
স্থানীয়রা জানান, রূপচাঁদ বৈদ্যের ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, সরকার যাতে তাদের জন্য কিছু করে।